আমার বর্তমান বসবাসের ঠিকানা

রাজশাহী বাংলাদেশের অন্যতম বড় শহর। একে শিক্ষা নগরী বলা হয়। আবার একে সবুজের নগরীও বলা হয়। একটি গবেষণার তথ্য মতে রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। এই শহরের রাস্তাঘাটে সবুজের সমারহ। শহর জুড়ে প্রজাপতির মত ডানা মেলে আছে অসংখ্য সরকবাতি। রাতের আকাশে রাজশাহী শহরকে যেন মনে হয় একটুকরো ইউরোপ। রাজশাহী শহরের বুক চিরে প্রবাহিত হচ্ছে প্রমত্তা পাদ্মা নদি। প্রতিদিন সন্ধ্যা থকে মধ্য রাত পর্যন্ত পাদ্মা পাড়ে শহর মানুষেরা মিলন মেলায় বসে। 








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

; আহনাফআদিল আলট্রার

comment url